র্যাব-৮, বরিশাল, সদর কোম্পানী কর্তৃক বরিশাল মহানগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ মজুদদারি,ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে তিনজন ব্যবসায়ীকে মোট ৫০,০০০.০০ (পঁঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর, ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এর একটি দল যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ মার্চ ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৭৫৫ ঘটিকার সময় বরিশাল মহানগরের কোতোয়ালি থানাধীন এলাকায় পরিচালনা করে তিনজন অসাধু ব্যবসায়ী মজুদদারি, ভেজাল কারি এখন দেখেন অভিযান পড়েছেন তিনজন অসাধু ব্যবসায়ী মধ্যরদারি ভেজাল কারি ১। জুয়েল খান,মেসার্স খান ফ্রেশ ফ্রুটস,ভাটিখানা, বিসিসি, বরিশাল ২। মোঃ ইমাম হোসেন (২৭), পিতা- সেকান্দার মাঝি, মেসার্স ইমাম ফোর্স হাউস,পোর্ট রোড বরিশাল ৩। মোঃ পারভেজ (৩৩),পিতা – আ: রব হাওলাদার, বোরহান ফ্রেশ ফ্রুডস, পোর্ট রোড, বরিশাল’কে ক্রমানুসারে (৪০০০০ + ৫০০০ +৫০০০) টাকা মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ মজুদদারি, ভেজাল পণ্য বিক্রি, নিয়ম বহির্ভূত অতিরিক্ত মূল্য আদায়, মূল্য তালিকা না থাকা, ও ভাউচারে গড় মিলের অভিযোগ আনা হয়। পরবর্তীতে, দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের নামে মোবাইল কোর্ট মামলা দিয়ে জরিমানা করে অর্থদণ্ডের টাকা আদায় করা হয়।