কুষ্টিয়ায় প্রধান ডাকঘর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক
কুষ্টিয়ার প্রধান ডাকঘরকে ৩০লক্ষ ঘাটতি কাটিয়ে লাভজনকে আসাতে হবে
কুষ্টিয়ার প্রধান ডাকঘরের নতুন ভবনের শুভ উদ্বোধন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ মার্চ) রাত ৮টার দিকে কুষ্টিয়া প্রধান ডাকঘর উদ্বোধন করেন ও প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠানের সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা। বিশেষ অতিথি ছিলেন, খুলনা দক্ষিণাঞ্চল জেনারেল পোস্টমাস্টার শামসুল আলম ও অতিরিক্ত পোস্টমাস্টার আমিনুর রহমান, কুষ্টিয়া বিভাগের ডেপুটি পোস্টমাস্টার সিরাজুল হক, এম এস ই খুলনা বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল খন্দকার মাহবুব হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন কুষ্টিয়া প্রধান ডাকঘরের পোস্টমাস্টার আবুল কালাম আছাদ। উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সুপার অলক কুমার বিশ্বাস।
এসময় প্রধান অতিথি প্রতিমন্ত্রী পলক বলেন, তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ারে একজন তরুণ-তরুণীর প্রয়োজন প্রশিক্ষণ, পুঁজি ও প্রযুক্তি৷ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে এগিয়ে আসার আহব্বান। তরুন প্রজন্ম মেধাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হবেন। আমাদের ছয় লক্ষ ৯০ হাজার ফ্রিল্যান্সার রয়েছেন। সবমিলিয়ে ত্রিশ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে এই সেক্টরে। যে সকল মানুষের কর্মসংস্থান হয়নি তাদের দ্রুক কর্মসংস্থান তৈরী হবে।
তিনি আরো বলেন, কুষ্টিয়ার প্রধান ডাকঘরে ঘাটতি রয়েছে। ৩০ লক্ষ ঘাটতি কাটিয়ে লাভজনক প্রতিষ্ঠানে কি ভাবে ফিরে আসবে, আগামী ৭দিনের মধ্যে কুষ্টিয়া প্রধান ডাকঘরের ভিশন মিশন সম্পর্কে জানানোর নির্দেশনা দেন তিনি।