ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার প্রতিষ্ঠাকালীন বিভাগ দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের নবনিযুক্ত সভাপতি হলেন অধ্যাপক ড. মোঃ রহিম উল্যাহ। শনিবার (৯ মার্চ) সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে অধ্যাপক ড. রহিম উল্যাহ দাওয়াহ বিভাগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। সদ্য বিদায়ী অধ্যাপক ড. ওয়ালি উল্যাহ এর বিদায়ের মাধ্যমে ৯ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ থেকে আগামী ৩ বছরের জন্য তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানটি দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান এর সঞ্চালনায় উক্ত বিভাগের অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী স্যারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামীক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশরাফি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ আফাজ উদ্দিন ও অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রহমান আনোয়ারী ও দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের সকল শিক্ষকগণ।
নবনিযুক্ত সভাপতি বলেন দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের অগ্রগতি ও দাওয়াহর কাজকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. রহিম উল্যাহ সাফল্যের সাথে দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগে অধ্যাপনা করে আসছেন।