বাকেরগঞ্জে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়জনে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃক্ত রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন , বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক , উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এ্যাড. নাছির উদ্দিন মাঝি, মোঃ মনিরুজ্জামান ডাকুয়া, ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু প্রমূখ।
আলোচনা অনুষ্ঠান শেষে ১ম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্র–ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিকের পক্ষে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ , পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধারা, যুবলীগ , ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় যুবলীগ সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুুতিউর রহমান বাদশা তার বক্তব্য বলেন, ৭মার্চ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। সেদিন তিনি লাখো মু্ক্তিকামী মানুষের উপস্থিতিতে বজ্রকণ্ঠে ঘোষণা করেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। সেদিন বঙ্গবন্ধুর এই দিক নির্দেশনামূলক বক্তব্যে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেছিল বলেই আমরা পেয়েছি স্বাধীনতা।