মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নের জন্য ‘পুলিশ সপ্তাহ ২০২৪’ উপলক্ষে পুরস্কার গ্রহণ করলেন র্যাব-১১, নারায়ণগঞ্জ এর অধিনায়ক।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে মাদকদ্রব্য উদ্ধার ও বাংলাদেশে বিবিধ অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। ‘‘বাংলাদেশ আমার অহংকার’’ এই স্লোগান নিয়ে র্যাব-১১, নারায়ণগঞ্জ এর দায়িত্বাধীন নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষীপুর জেলায় হত্যা, ধর্ষণ, অপহরণ, জঙ্গী দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে ২০২৩ সালে র্যাব-১১ নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন সর্বোচ্চ মাদক দ্রব্য উদ্ধারে ২য় স্থান এবং অপরাধ নিয়ন্ত্রণে ৩য় স্থান অধিকার করায় র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা, পিপিএম, পিএসসি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম এর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ হতে ছয় দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৪’ শুরু হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল ও নয়নাভিরাম বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন। তিনি সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলে মনোমুগ্ধকর প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরবর্তীতে মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুরস্কার প্রদান করেন।