কুষ্টিয়ায় ৮২ বোতল ফেন্সিডিল ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ চারজন আটক
জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার) পুলিশ সুপার, কুষ্টিয়া(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় এর নির্দেশনায় ও মোঃ মাহফুজুল হক চৌধুরী পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার নেতৃত্বে, এসআই(নিঃ)/মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া ইং ২৬/০২/২০২৪ তারিখ ২১.৫৫ ঘটিকায় মিরপুর থানাধীন আদর্শপাড়া গ্রামস্থ জনৈক টিপু এর “স”মিলের সামনে মিরপুর বাজার টু জিয়া রোড গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্ব হইতে আসামী ১। মোঃ রবিউল ইসলাম(৩৭), পিতা-আফেল উদ্দিন মন্ডল, সাং-গোয়ালগ্রাম ফরাজীপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়ার হেফাজত হতে ৫২(বায়ান্ন) বোতল ফেন্সিডিল সহ আটক করেন।
আরেকটি অভিযানে এসআই(নিঃ)/অনুপ কুমার সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া ইং ২৬/০২/২০২৪ তারিখ ২১.৪০ ঘটিকায় ভেড়ামারা থানাধীন ভেড়ামারা টু প্রাগপুর সড়ক সংলগ্ন হাওয়াখালী পুলিশ চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ জহুরুল ইসলাম@ডলার(২৮), পিতা-মৃত সুলতান খন্দকার, সাং-কুবিরদিয়াড়, ২। মোঃ রবিউল ইসলাম@মুংলা(২৯), পিতা-মোঃ নায়েব আলী, সাং-মাঝগ্রাম, উভয় থানা-চাটমোহর, জেলা-পাবনাদ্বয়ের হেফাজত হতে (৫০+৫০)=১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।
এসআই(নিঃ)/অনুপ কুমার সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া ইং ২৬/০২/২০২৪ তারিখ ২২.৫০ ঘটিকায় ভেড়ামারা থানাধীন ভেড়ামারা টু প্রাগপুর সড়ক সংলগ্ন হাওয়াখালী পুলিশ চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ দুলাল সরদার(৫২), পিতা-মৃত ওছিম উদ্দিন সরদার, সাং-পশ্চিম বাহিরচর(বারমাইল টিকটিকি পাড়া), থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়ার হেফাজত হতে ৩০(ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ আটক করেন। উপরোক্ত আলামত উদ্ধার ও আসামি গ্রেপ্তার সংক্রান্তে সংশ্লিষ্ট থানা সমূহে পৃথক পৃথক মামলা প্রক্রিয়াধীন।