মাদক মামলায় বিজ্ঞ আদালতে ০১ বছর ০৬ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত একজন মাদক ব্যবসায়ীকে কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী এলাকা থেকে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাতি, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।
জিআর-১৫১/১৮ (চকরিয়া), ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/০৪) এর ১৯(১) টেবিল ৭ (ক)/২৫ মোতাবেক ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ওমর ফারুক (বাপ্পি)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত ওয়ারেন্টভুক্ত আসামী কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ কলাতলী এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে গত ২২/০২/২০২৪ তারিখ অনুমান ১৩.১০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ওমর ফারুক (বাপ্পি) (২৫), পিতা-কবির আহাম্মদ, মাতা-জাহেদা বেগম, সাং-পাগলির বিল সাতঘর পাড়া, ০১নং ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এবং এ যাবত পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে স্বীকার করে। উল্লেখ্য, বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারকৃত আসামীকে উক্ত মামলায় ০১ বছর ০৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হন্তান্তর করা হয়েছে।
—–ধন্যবাদ—–