আসামী সিদ্দিকুর রহমান গ্রেপতার করছে র্যাব ০৪
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গিবাদ, খুন, ধ*র্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে অজ্ঞান পার্টি ও মলম পার্টিসহ বিভিন্ন চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
অর্থজারী মোকদ্দমা নং-৫৫/২০, অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ৩৪ (৭) ধারা ।
গ্রেফতারকৃত আসামী সিদ্দিকুর রহমান(৪৯), পিতা- মৃত আবুল কালাম, সাং-নলচর, থানা-কোতয়ালী, জেলা-বরিশাল’র বিরুদ্ধে বরিশাল জেলার কোতয়ালী থানায় একটি গ্রেফতারি ওয়ারেন্ট জারি আছে। যার মামলা নং- অর্থজারী মোকদ্দমা নং-৫৫/২০ । বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় অর্থঋণ আদালত আইনের ২০০৩ এর ৩৪ (৭) ধারা ধারা অনুযায়ী আসামীকে উক্ত আইন ও ধারায় দোষী সাব্যস্ত করে ০৬ মাসের আটকাদেশ প্রদান করা হয়। গ্রেফতারকৃত আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামীকে বরিশাল জেলার কোতয়ালী থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।