ড. ওয়াজেদ মিয়া, যে মানুষটিকে খুব কাছ থেকে দেখেছি অনেকদিন অথই নূরুল আমিন
তিনি বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া। আজকে সেই প্রতিভাবান মানুষটির 82 তম জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার, মোহাম্মদপুরে
উক্ত স্মরণ সভা অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত থাকবেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ( এমপি ) বিশেষ অতিথি, খলিল আহমদ সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী ( সাবেক এমপি ) কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ও বর্তমান সংরক্ষিত আসনের এমপি । ডা: রোকেয়া সুলতানা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। শামসুন নাহার চাঁপা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। শিরিন আহমেদ ( সাবেক এমপি সংরক্ষিত আসন) মোঃ শহিদ উল্লা খন্দকার( সাবেক সচিব ) এবং উপদেষ্টা বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার। প্রকৌশলী সাঈদ রেজা শান্ত উপদেষ্টা, বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার এছাড়া তিনি ড. এম এ ওয়াজেদ মিয়ার ভ্রাতৃস্পুত্র।
এছাড়া উক্ত স্মরণ সভা অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন কবি আসলাম সানী. কবি ড. মোঃ রফিকুল ইসলাম মন্ডল, আবৃত্তি শিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু ও কবি শিশির বিন্দু।
সভাপতিত্ব করবেন, ড. মোঃ আবুল কালাম আজাদ, মহাপরিচালক, ( অতিরিক্ত সচিব ) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং সদস্য পাঠাগার পরিচালনা কমিটি ও আহবায়ক 82 তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি। আমন্ত্রিত সবাইকে শুভেচ্ছা জানিয়েন নূরুন নবী ভোলা, সাধারণ সম্পাদক, পাঠাগার পরিচালনা কমিটি। বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার।
তখন 1993 থেকে 1995 দিকের কথা তখন আমরা কয়েকজন মিলে মোহাম্মদপুর থেকে ধানমন্ডি বেড়াতে গেলে প্রায় সময় সুধা সদনে আসা যাওয়া হতো। সে সুবাদে প্রায় সময় আমাদের সাথে ওয়াজেদ মিয়ার দেখা হতো। তখন আমরা যুবক। আমাদেরকে তুমি করে সম্মোধন করতেন। মাঝে মাঝে কথা হতো। তিনি খুবই মিশুক এবং সাদাসিধে একজন বড় মনের মানুষ ছিলেন। আজকে 82 তম জন্মদিনে আমার পক্ষ থেকে জানাই শ্রদ্ধা সম্মান এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।
ঢাকা শুক্রবার
16/02/2024