শান্তাহারের হত্যা মামলার প্রধান পলাতক আসামী গ্রেফতার
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার এর যৌথ অভিযানে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার।
গত ০৯/০২/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকায় সান্তাহার চা বাগানে জনৈক মোঃ আইয়ুব আলী এর ‘মনোয়ারা ভিলা’ নামক ভাড়া বাসার ভিতর আঃ রশিদ ধারালো বটি দিয়ে ভিকটিম রাজিয়া সুলতানার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় রেফার করেন। পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শমিজেক) আশংকাজনক অবস্থায় ভিকটিমকে ভর্তি করানো হলে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১০/০২/২০২৪ তারিখ সকাল অনুমান ০৭.৪৫ ঘটিকায় ভিকটিম মৃত্যুবরণ করে। ভিকটিমের মা কর্র্তৃক দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে আদমদীঘি থানার মামলা নং-১১, তারিখ-১২/০২/২০২৪ খ্রি. ধারা-৩০২ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। এ ধরনের নৃশংস হত্যার ঘটনাটি বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। আসামীকে দ্রুত গ্রেফতার করতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ইং তারিখ বিকাল অনুমান ১৫.২০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার, ঢাকা এর যৌথ অভিযানে গাজীপুর জেলার সদর থানাধীন সালনা বাজার এর কাঁথারা এলাকা হতে পলাতক আসামী মোঃ আঃ রশিদ (৫৫), পিতা- মোঃ বদিউজ্জামান, সাং-শ্রীকান্দর(গুচ্ছগ্রাম), থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করা হয়।