রাজশাহীতে চোলাইমদ তৈরী সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে গ্রেফতার-০৪
রাজশাহী জেলার পুঠিয়া থানা এলাকা হতে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ ধর্ষণ ও অপহরণের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১০ ফেব্রুয়ারি ২০২৪ সময় ০৭.৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া পৌরসভার (৪নং ওয়ার্ড) কৃষ্ণপুর (আদিবাসী পাড়া) গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে (ক) ৪০৫ (চারশত পাঁচ) লিটার চোলাই মদসহ আসামী ১। সুরেশ সর্দ্দার (৫২), পিতা-মৃত ভরত সর্দ্দার, ২। গনেশ সর্দ্দার (৫০), পিতা-মৃত মুক্তি সর্দ্দার, ৩। কার্তিক সর্দ্দার (৪৫), পিতা-নিবারন সর্দ্দার ৪। দীপক সর্দ্দার (২৮), পিতা-মৃত জ্যেতিশ সর্দ্দার, সাং-কৃষ্ণপুর (আদিবাসীপাড়া), থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীগণ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীগণ উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে স্বীকার করেন যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়সহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।