কোদালকাটি ফুটবল মাঠে
বেগম রাশিদা একিন উদ্দীন মডেল স্কুলে,
এস এস সি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান।
গতকাল ৮(ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টায় গাংনী উপজেলার
কুদালকাটি ফুটবল মাঠে এই
নবীন বরণ বিদায় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেগম রাশিদা একিন উদ্দীন মডেল স্কুল ৬ নং ওয়ার্ড ইপি সদস্য, আশরাফুল আলম (লাটু)সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারীডাঙ্গা গ্রামের কৃতি সন্তান ও শিক্ষা অনুরাগী বীর মুক্তিযোদ্ধা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক জি এম ও এপেক্সের সাবেক জি এম
মোখলেছুর রহমান।
এ সময় তিনি বলেন ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে।
এটা আমাদের মাতৃভাষা, আমাদের সংস্কৃতির প্রতিও সম্মান প্রদর্শন।
দেশের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ দেশপ্রেমিক সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। না হলে লেখাপড়া বিফল হবে। শিক্ষা মানবিক করে গড়ে তুলে।
শিক্ষা শ্রদ্ধাশীল হতে শেখায়।
বিদ্যালয়টির লেখাপড়ার মান ভালো। শিক্ষার্থীর সংখ্যাও সন্তোষজনক।
কিন্তু খেলাধুলার দিক থেকে পিসি আছে খেলা শারীরিক ও মানসিক ক্ষমতা বাড়াই ভবিষ্যতের চ্যালেঞ্জ অধিক যজ্ঞ করে তোলে বিভিন্ন সমস্যার মোকাবেলা করে ভবিষ্যতে সফল হতে করে।
বিশেষ অতিথি ৫নং মটমোড়া ইউ পি চেয়ারম্যান সোহেল আহমেদ।
বিশেষ অতিথিঃ
মোঃ সইবুর রহমান
কুমারী ডাঙ্গা ক্যাম্প ইনচার্জ
বিশেষ অতিথিঃপরিচালক রাশেদা একিন উদ্দীন মডেল স্কুল। বিশেষ অতিথিঃ মোঃ শরিফ হাসান,
প্রধান শিক্ষক রাশিদা একিন উদ্দিন স্কুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন
মুক্তিযোদ্ধা বিশ্বাস ভগীরথ,
ইউনুস আলী,মজিবুর রহমান, মরজেম হোসেন, সিরাজুল ইসলাম,আবু সাইদ বাঁধন,
আরিফুজ্জামান, রায়হান আলী,
তমাল হোসেন,
আল আমিন টিপু,আব্দুল হালিম, গোলাম মোস্তফা,
আতিয়ার রহমান, সেলিম রেজা
প্রমুখ।