পাবনায় বিদেশী ওয়ান শ্যুটারগান ও ০১ রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার
মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় ২৭/০১/২০২৪ তারিখ ১৮.০৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহ্তেশামুল হক খান এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পান যে, পাবনা জেলার সদর থানাধীন পাবনা আতাইকুলা মহাসড়কের জালালপুর এলাকায় একজন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে একটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলঃ পাবনা জেলার সদর থানাধীন পাবনা আতাইকুলা মহাসড়কের জালালপুর বাজারস্থ নূর হোটেল এর দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি বিদেশী ওয়ান শ্যুটারগান, ০১ রাউন্ড কার্তুজ, মোবাইল-০১টি, সিমকার্ড-০২ ও নগদ ৪২০ টাকাসহ ০১ জন আসামীকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, আটককৃত আসামী বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় আরো একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ কোরবান শেখ (৫৮), পিতা-মোঃ দিরাজ শেখ, সাং- কাকিলাদাইর, থানা-রাজবাড়ী।