ঝিনাইদহের আযীযিয়া কমপ্লেক্সে কুরআন ছবক নিল ৩০ শিশু শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের শৈলকুপার আযীযিয়া কমপ্লেক্সে কুরআন ছবক নিল ৩০ জন শিশু শিক্ষার্থী। শনিবার (০৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে নয় ঘটিকায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে তাদেরকে পবিত্র কুরআন ছবক দেওয়া হয়।
এসময় আযীযিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান সাইয়্যেদ মো.খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ. বি. এম. জাকির হোসাইন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম, জর্জ কোট, ঝিনাইদহের এ্যাডভোকট ইলিয়াস আলমগীর, মুক্তিযুদ্ধা আব্দুস সাত্তার কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম।
ঝিনাইদহের আযীযিয়া কমপ্লেক্সে কুরআন ছবক নিল ৩০ শিশু শিক্ষার্থী
বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপক আলহাজ্ব মো. ইমদাদুল হক, বড়দাহ দাখিল মাদ্রাসার সুপার মওলানা মো. নজরুল ইসলাম, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মির্জাপুর আমেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল বারী, বিএমস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আল হাসান, বাংলাদেশ প্রেসক্লাব শৈলকূপা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন।