গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে মাদককারবারী শরীফাকে গ্রেফতার
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই মন্ত্রে দীক্ষিত হয়ে গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -১৩ এর সফলতা
মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়,গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুণ সমাজের প্রতি।
নিষিদ্ধ জগতে অস্ত্রের পর মাদকই সবচেয়ে লাভবান ব্যবসা। বিশেষ করে ফেনসিডিল ও ইয়াবা সহজলভ্য ও বহনযোগ্য বলে এর বিস্তাার হয় সহজেই। রংপুর বিভাগের জেলা সমূহে মাদকের বিস্তার অন্যান্য বিভাগের তুলনায় অপেক্ষাকৃত কম হওয়া সত্বেও গত কিছুদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে কিছু দুষ্টু চক্র এর ব্যাপকতা বাড়ানোর চেষ্টা করে আসছে। তাই নির্বাচন পরবর্তী সময়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ মাদক বিরোধী অভিযানে তার সর্বশক্তি প্রয়োগ করেছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় র্যাব-১৩ এর ব্যাটালিয়ান সদর এবং সিপিসি-২ দুটি উল্লেখযোগ্য সফল অপারেশন করেছে। গত ০২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন হেলেঞ্চা গ্রামের মোসাম্মত শরীফা (৪০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৬২২ বোতল ফেনসিডিলসহ বর্ণিত মোসাম্মত শরীফাকে গ্রেফতার করে।
এর কিছুক্ষণ পরেই অপর একটি অভিযানে ০৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকার সময় সিপিসি-২, নীলফামারী-র একটি অভিযানিক দল নীলফামারী জেলার ডিমলা থানাধীন তিস্তা ব্যারেজ গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৩২৫ বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ হুমায়ন কবির (৩৪), পিতা মোঃ ইনতাজ আলী, সাং-ডালিয়া ক্লোজার পাড়া, ২। মোঃ সৈয়দ আলী (৩৫), পিতা- মৃত বাবুল হোসেন, সাং-ডালিয়া আদর্শ পাড়া, উভয় থানা-ডিমলা, জেলা- নীলফামারীদ্বয়’কে গ্রেফতার করা হয়।
রংপুর বিভাগের আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকের কালো থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে র্যাব-১৩ বদ্ধপরিকর। মাদকসহ এই বিভাগের জঙ্গি নির্মূল অভিযান ও অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের সক্রিয় অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় এবং নীলফামারী জেলার ডিমলা থানায় র্যাব বাদী হয়ে দুইটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।