ভৈরবে পৌনে ৪ মন গাঁজা, ফেনসিডিল ও বিদেশী মদ উদ্ধার, ৩ নারীসহ ৬ জন আটক
র্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণ-মানুষের নিরাপত্তা বিধান ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে এ বাহিনী মাদক, অস্ত্র, জঙ্গিসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে ইতোমধ্যে জনমনে সুদৃঢ় অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। অপরাধ দমনে র্যাব শুধু আভিযানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি। ইতোপূর্বে যে সকল জঙ্গি ও জলদস্যুরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে র্যাব।
কিশোরগঞ্জের ভৈরবে র্যাব পৃথক অভিযান চালিয়ে ১৩৫ কেজি গাঁজা, ৬৮ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে। অভিযানে ৩ নারীসহ ৬ মাদক কারবারীকে অটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা।
সকালে শহরের কমলপুর পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা ও তাঁতারকান্দি গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত মাদক উদ্ধারসহ ৬ মাদককারবারীকে আটক করা হয়।
এসময় মাদক বহনে ব্যবহৃত হওয়ায় একটি সিএনজি চালিত অটো রিক্সাও জব্দ করেন বলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমো জানান ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ ফাহিম ফয়সাল।
আটককৃতরা হলো, পৌর শহরের পঞ্চবটি গ্রামের অহিদ মিয়ার ছেলে মোজাম্মেল হক (২২) একই এলাকার বাবু মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২) ও কমলপুর আমলাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সজল আলী (২৪), তাঁতারকান্দি গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী হনুফা বেগম (৬০), পায়েল মিয়ার স্ত্রী তামান্না (২৫) ও মৃত জসিম উদ্দিনের মেয়ে শারমিন (১৯)।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় পৃথক ২ টি মামলা দায়ের করে আসামীদের থানায় হস্তান্তর করেন।
র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ ফাহিম ফয়সাল সাংবাদিকদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯ টার সময় ভৈরব কমলপুর পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে একটি সিএনজি আটক করে তল্লাশি চালিয়ে তাতে অভিনব কৌশলে রক্ষিত ৩৫ কেজি উদ্ধার সহ সিএনজির ৩ আরোহীকে মাদক পাচারের অভিযোগে আটক করা হয়। সকাল ১১ টায় তাঁতারকান্দি এলাকায় পায়েল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১ শত কেজি গাঁজা, ৬৮ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
এ সময় মাদক মজুদ করার অভিযোগে ৩ নারীকে আটক করে র্যাব। র্যাবে’র উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পায়েল মিয়া পালিয়ে যায়।