কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার সুদক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল আলম পবিত্র মক্কা নগরী থেকে আসছেন আগামী ১লা ফ্রেরুয়ারী। তিনি ঐদিন দুপুরের দিকে কক্সবাজার বিমান বন্দরে এসে পৌঁছার সম্ভাবনা রয়েছে বলে এক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, কক্সবাজার প্রবাসী আওয়ামী লীগ, মক্কা শাখার সংগ্রামী সভাপতি ও সমাজ সেবক পোকখালী ইউনিয়নের গোমাতলীর কৃতি সন্তান সামসুল আলমকে বরণ করতে ইতিমধ্যে তোড় জোড় শুরু হয়। উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লা থেকে গাড়ীবহর যোগে তাদের প্রিয় ব্যক্তিকে বরণ করে আনতে প্রস্তুতি চলছে। এমনকি তাঁর আগমনে দলীয় নেতাকর্মী সহ সাধারন লোকজনের মাঝে উচ্ছ্বাস চলছেই।
তাছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার ফ্যাষ্টুনে ছেয়ে গেছে। তাকেই সম্মান জানাতে প্রস্তুতি নিচ্ছেন তরুন,যুবকসহ বয়োবৃদ্ধরাও। ব্যান্ডের তালে তালে আর নেচে গেয়ে তাকে বরন করবেন বলেও জানান কর্মী সমর্থকরা।
জাতীয় সংসদ নির্বাচন যেতে না যেতে উপজেলা পরিষদ নির্বাচনের সরগরম শুরু হয়। আর এই নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জমে উঠল ব্যাপক প্রচার প্রচারনা।
শীতকে উপেক্ষা করে ঈদগাঁও উপজেলা পাচটি ইউনিয়নের প্রত্যান্ত পাড়া মহল্লায়, হাট বাজারে
আনাচে কানাচে চেয়ারম্যান প্রার্থীর নাম লোক মুখে মুখে উচ্চরিত হচ্ছেন। তিনি প্রবাস থেকে না আসার আগে তাকে নিয়ে প্রজেটিভ কথাবার্তার গুঞ্জন শুরু হয়েছে।
তিনি সুখে-দু:খে, আপদে বিপদে কিংবা দুর্যোগে ঈদগাঁওবাসীর পাশে ছিলেন। ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে তৃনমুল ভোটারদের আস্থাশীলে পরিণত হতে যাচ্ছেন বিপদের বন্ধু প্রবাসী এই আওয়ামী লীগ নেতা। এমনটি মন্তব্য করেন বৃহৎ এলাকার সাধারণ ভোটার সমাজ।
বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারসহ ইউনিয়নের পাড়া গায়ে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চেয়ে সামসুল আলমের ব্যানার আর পোস্টার যেন চোখে পড়ার মতোই।
“কথায় নয়,কাজে হবে পরিচয়, জনগনের পাশে থাকলে নিশ্চিত হবে জয়” এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছেন অলিগলি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারনায় চলছে ভিন্ন আঙ্গিকে। কজন প্রার্থীর মাঝে তার নামই বেশি জনপ্রিয়তায় স্থান পাচ্ছেন ভোটারদের মাঝে।
নবসৃষ্ট ঈদগাঁও উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তরে এলাকাবাসীর দোয়া আর সমর্থনসহ সহযোগিতা চান আলহাজ্ব শামশুল আলম।