ফরিদপুরে অপহরণ করে অর্থ দাবি , স্বামী-স্ত্রী গ্রেফতার
ফরিদপুরে শহরের আলিমুজ্জামান (আলিপুর) ব্রিজের উপর থেকে কাউসার শেখ (২৬) নামের এক যুবককে অপহরণ করে পরিবারের নিকট অর্থ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় অপহরণের সাথে জড়িত দুইজনকে আটক করে অপহরণের শিকার হওয়া যুবককে উদ্ধার করেছে কোতায়ালি থানা পুলিশ।
রবিবার (২৮ জানুয়ারি) এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা পুলিশ।
এ ঘটনায় অপহরণের সাথে জড়িত গ্রেফতারকৃত আসামীরা হলেন, পাপ্পু ওরফে সুমন কাজী (২৭) ও নিপা (২৭)। তারা দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী এবং নগরকান্দা থানার গোড়াইল এলাকার বাসিন্দা।
কোতায়ালি থানা পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আলিপুরের আলীমুজ্জামান ব্রীজের উপর থেকে গতকাল শনিবার সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার দিকে কোতোয়ালি থানাধীন পূর্ব ভাষানচর এলাকার মোঃ ছত্তার শেখের ছেলে মোঃ কাউসার শেখ (২৬) কে অপহরন করে ফরিদপুর শহরের একটি অজ্ঞাতনামা দোতলা বাড়ীতে আটক রেখে মারধর করে অপহরণকারীরা।
আরো পড়ুন: ফরিদপুরের গৃহবধূ হাছিনা বেগম’কে হত্যা মামলার আসামী টিটুল মোল্লা’কে গ্রেফতার করেছে র্যাব-১০
পরে অজ্ঞাতনামা অপহরনকারীরা তার কাছে থেকে মোবাইল ফোন নিয়ে তার পরিবারের নিকট পঞ্চাশ হাজার টাকা দাবী করে। পরবর্তীতে অপহরনকারীদের মধ্যে একজন অপহৃত কাউসার শেখের মোবাইল নম্বর দিয়ে তার মা রানু বেগমকে ফোন দেয়।
তার ছেলে কোথায় আছে এবং তাকে ছেড়ে দিতে বললে আসামিরা তার মাকে বলে বলে ৫০ হাজার টাকা বিকাশ করে দিলে তার ছেলেকে ছেড়ে দিবে। টাকা না দিলে তার ছেলেকে খুন করে ফেলবে এই হুমকি দেয়।
এই ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় তার মা রানু বেগম(৪৬) বাদী হয়ে একটি নিয়মিত মামলা রুজু করলে কোতয়ালী থানার পুলিশের একটি চৌকস টিম তদন্ত কার্যক্রম শুরু করে।
গুপ্তচর নিয়োগ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত দুইজন আসামীকে শনাক্ত করে তাদের ভাড়া বাসা গোলাচামট থেকে রবিবার রাত সাড়ে বারোটার দিকে তাদের গ্রেফতার করেন।
আসামীদের কাছে থেকে মামলার অপহরনকৃত ভিকটিম মোঃ কাউসার শেখকে এবং তার মায়ের কাছ থেকে বিকাশে নেওয়া ১৫ হাজার টাকা উদ্ধার করেন।