দীর্ঘ ১১ বছর পলাতক থাকা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
দীর্ঘ ১১ বছর পলাতক থাকা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পলাশকে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা হতে র্যাব-১ এবং র্যাব-০৫ এর যৌথ অভিযানে গ্রেফতার।
র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধ*র্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-১ ঢাকা ও র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর যৌথ চৌকস অপারেশনাল দল ২৩ জানুয়ারি ২০২৪ তারিখ ০০৩০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ পলাশ (৪৭), পিতা- মৃত আছির উদ্দিন মন্ডল, সাং-উত্তর গোপালপুর, থানা-পাঁচবিবি জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৫ মে বিকাল ৫টার দিকে পলাশ এর বাড়ির গোপন ঘর থেকে ২৩০ বোতল ফেন্সিডিলসহ বিজিবি সদস্যরা পলাশকে আটক করে। ওই ঘটনায় আটাপাড়া বিওপির হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন।
এরপর আসামি আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিলেন। পরবর্তীতে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল খাঁন ২০১৩ সালের ০৫ জানুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
গত ২১ আগস্ট ২০২৩ তারিখ দুপুরে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন আসামীর অনুপস্থিতিতে পলাশকে যাবজ্জীবন সাজা প্রাদান করেন।
মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী পলাশকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০০৩০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা হতে পলাশকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে