কুষ্টিয়ায় ব্লাকমেইল করে চাঁদা দাবী করা চার দূষ্কৃতিকারী পুলিশের হাতে আটক
কুষ্টিয়ায় ব্লাকমেইল করে চাঁদা দাবী করা মো: আসিফ হোসেন(২৪), মো: মেহেদী হাসান(২২), মোঃ সোহাগ ইসলাম(২৪) ও মোঃ কবির শেখ(১৯) নামের
চার দূষ্কৃতিকারীকে আটক করেছে জেলা পুলিশ।
আটককৃতরা হলেন-
১. আসিফ হোসেন কুষ্টিয়া পৌর এলাকার ১নং ওয়ার্ডের কমলাপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে।
২. মেহেদী হাসান একই এলাকার মো: আলিমের ছেলে।
৩. মো: সোহাগ ইসলাম উত্তর কমলাপুর এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে এবং
৪. মোঃ কবির শেখ একই এলাকার মো: মাসুদ শেখের ছেলে।
উল্লেখ্য, গত ১৩ই জানুয়ারি, ২০২৪খ্রি. তারিখ বিকাল বেলা মিশুক আহমেদ নামের এক ছেলে তার এক বান্ধবীকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেলে কতিপয় দুষ্কৃতিকারী তাদেরকে আটক করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রর্দশন করে ও চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে রাজি না হওয়ায় দূষ্কৃতিকারীরা মেয়েটিকে একদিকে নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে তারা দূষ্কৃতিকারীদেরকে নগদ ১,০০০/-টাকা ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩,০০০/-টাকা, মোট ৪,০০০/-টাকা চাঁদা দিয়ে ও আরো চাঁদা দেওয়ার শর্তে ছাড়া পায়। পরদিন দূষ্কৃতিকারীরা পুনরায় ভিক্টিমদেরকে ফোন করে আরও টাকা দাবি করে, না দিলে বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়। বিষয়টি জেলা পুলিশের নজরে আসলে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে।
এ বিষয়ে জেলা পুলিশ উল্লেখ করেন, আটককৃত চার আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।