কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১৩৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী আটক
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার এক
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘব*দ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
র্যাব-১২ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে।
কুষ্টিয়া র্যাব-১২ জেলার কুমারখালীর নন্দীগ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩৬ পিস ইয়াবাসহ মোঃ রেজাউল করিম (৩৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল উক্ত অভিযান পরিচালনা করেন। এ সয়য় ১৩৬ পিস ইয়াবা (যার আনুমানিক মূল্য ৪০,৮০০/- টাকা), ০২টি মোবাইল ফোন, ০৩টি সিম এবং ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত রেজাউল কুষ্টিয়ার খোকসা উপজেলার
সমসপুর এলাকার মৃত মমতাজ আলী শেখের ছেলে।
এবিষয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব উল্লেখ করেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। র্যাব-১২-কে তথ্য দিন, মাদকমুক্ত সোনার বাংলা গঠনে ভূমিকা পালন করুন।