জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ০১ লক্ষ টাকা জরিমানা
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ০১ লক্ষ টাকা জরিমানা।
গতকাল ১৫/০১/২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২২:০০ ঘটিকা হতে অদ্য ১৬/০১/২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক মাঝ রাত ০২:০০ ঘটিকা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এসময় জেলা মৎস্য অদিদপ্তর এর সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় জাটকা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে ০৪ জন মাছ ব্যবসায়ীকে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে আসাদ বেপারি (২০)’কে নগদ- ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা, নান্নু চৌকিদার (২২)’কে নগদ- ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা, সাগর হোসেন (২০)’কে নগদ- ২৫,০০০/- (পঁচিশ হাজার) ও আলী হোসেন (২৪)’কে নগদ- ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যের ২৭৭৯ কেজি জাটকা ইলিশ জব্দ করে এবং জব্দকৃত ছাটকা ইলিশ বিনামূল্যে এতিম খানায় দান করেছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করে আসছিল।