কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী ধারালো অস্ত্রসহ ছিনতাইকারী রায়হান’কে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র্যাব-১৫ দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বাধীন কক্সবাজার জেলায় চুরি, ডাকাতি ও ছিনতাই এর সাথে জড়িত চক্রগুলোকে আইনের আওতায় নিয়ে আসাসহ পর্যটন নগরীতে আগত দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধান করতে সার্বক্ষনিকভাবে র্যাব গোয়েন্দা তৎপরতা ও নজরদারী রেখে অভিযান পরিচালনা করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ০৪ জানুয়ারি ২০২৪ তারিখ র্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলা এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার উপর কতিপয় দুষ্কৃতিকারী ছিনতাই/চুরি কিংবা অন্য কোন অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে দেশীয় তৈরী অস্ত্রসহ অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাত অনুমান ০৩.৩৫ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ পলায়নের চেষ্টাকালে মোঃ রায়হান (২১), পিতা-মোস্তাক আহাম্মদ, সাং-কাঞ্চরপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ছিনতাইকারীর হেফাজত হতে সর্বমোট ০১টি কাঠের বাটযুক্ত ছুরি এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি R15 মোটরসাইকেল (যাহার চেসিস নং-ME1RG6796PD010163) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারী তার নাম-ঠিকানা প্রকাশসহ নিজেকে ছিনতাইকারী বলে স্বীকার করে। সে পেশাদার ছিনতাইকারী এবং তার দখলে অস্ত্র-ছুরি রেখে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পর্যটক এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে ভয়-ভীতি প্রদর্শন ও আঘাতের মাধ্যমে ছিনতাই/চুরিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল মর্মে জিজ্ঞাসাবাদে জানা যায়। অদ্য উক্ত এলাকায় ছিনতাই করার উদ্দেশ্যে প্রস্তুতিকালে র্যাবের আভিযানিক দলের নিকট ধৃত হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ছিনতাইকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।
—-ধন্যবাদ—–