জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া কর্তৃক ১০(দশ) পিচ (এ্যাম্পুল) Buprenorphine Injection এবং ৫০(পঞ্চাশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১(এক) জন আসামী গ্রেফতার:
১০পিচ এ্যাম্পুল Buprenorphine Injection ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন গ্রেফতার
জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া।
ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) কুষ্টিয়া, সমগ্র কুষ্টিয়া জেলা ব্যপী কাজ করে থাকে। জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা যেমন- খুন, ডাকাতি, ছিনতাই, সংঘবদ্ধ চক্র সহ বিভিন্ন ধরনের রহস্যজনক ঘটনা নিয়ে কাজ করে থাকে। এছাড়া অগ্রীম গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অবৈধ অন্ত্র, গোলাবারুদ, মাদক, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপদের বিরুদ্ধে অভিযান পরিচালানা করে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার কর্মরত এসআই(নিঃ)/অনুপ কুমার মন্ডল ০৪/০১/২০২৪ খ্রিঃ তারিখ সংগীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কুষ্টিয়া সদর থানা এলাকা হতে ১০(দশ) পিচ (এ্যাম্পুল) Buprenorphine Injection এবং ৫০(পঞ্চাশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামী ১। মোঃ আকিমুল ইসলাম@নিরাশা(৩২), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-দক্ষিণ কাটদহ, থানা-মিরপুর, জেলা- কুষ্টিয়াকে আটক করেন। ।
এ সংক্রান্তে কুষ্টিয়া সদর থানায় মামলা রুজু হয়।
পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।