চুয়াডাঙ্গা বড়গাংনী তদন্তকেন্দ্রে দাপ্তরিক কাজের সুবিধার্থে কম্পিউটার প্রদান
চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানাধীন বড়গাংনী তদন্তকেন্দ্রে দাপ্তরিক কাজের সুবিধার্থে অদ্য ০৪.০১.২০২৪ খ্রিঃ বেলা ১২:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে পিসি, মনিটর, প্রিন্টারসহ কম্পিউটার সারঞ্জমাদি প্রদান করেন জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
বড়গাংনী তদন্তকেন্দ্রে কম্পিউটার ও কম্পিউটার সরঞ্জামাদি প্রদানকালে পুলিশ সুপার মহোদয় বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কম্পিউটারের বিকল্প নাই। কম্পিউটারের মাধ্যমে তদন্তকেন্দ্রের দাপ্তরিক ও তদন্ত কার্যক্রম ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া তদন্তকেন্দ্রে আগত সেবা প্রত্যাশীদের সেবা প্রদানের মান বৃদ্ধি পাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); চুয়াডাঙ্গা; জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; পুলিশ পরিদর্শক জনাব মোঃ বাবর আলী, ইনচার্জ, বড়গাংনী তদন্তকেন্দ্র, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা।