চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে নির্বাচন পূর্ব প্রস্তুতি পরিদর্শন ও বিভিন্ন নির্দেশনা প্রদান
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অদ্য ০৪.০১.২০২৪ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের সার্বিক প্রস্তুতিসহ ডিউটিতে নিয়োজিত পুলিশ লাইন্সে কর্মরত অফিসার ফোর্সদের দক্ষতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে বলেন , রায়ট কন্ট্রোল, সাধারণ মানুষের সাথে আচরণ, অস্ত্র গোলাবারুদ ব্যবহারে বিধি মোতাবেক কাজ করতে হবে।আইনশৃঙ্খলা রক্ষায় ও জনগণের জানমালের নিরাপত্তায় রিলিজিয়াসলি কাজ করতে হবে।
সর্বদা নিজেদের দক্ষতার পরিচয় দিতে হবে ও সুসংহত থাকতে হবে। তিনি আরও বলেন, ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হবে এবং মন্দ কাজের জন্য শাস্তি পেতে হবে। এছাড়াও বিভিন্ন ধরণের দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করে অস্ত্র, গোলাবারুদ পর্যাপ্ত মজুদ আছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও তিনি পুলিশের জন্য ব্যবহৃত লেগগার্ড ,হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেটসহ অন্যান্য জিনিসপত্র পরিদর্শন করেন। জেলা পুলিশের কাজে ব্যবহৃত সমস্ত যানবাহন তদারকি করেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রিকুইজিশনকৃত যানবাহন সচল আছে কিনা,ভোটের দিন ব্যবহার উপযোগী কিনা সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; জনাব মোঃ আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গা।