আগামী ০৭ জানুয়ারী ২০২৪ ইং তারিখে সুষ্ঠু ও নিরপেক্ষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে র্যাব-৮, বরিশাল। নির্বাচনকে ঘিরে বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৮, বরিশাল অনেক আগে থেকেই নিরাপত্তামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে এবং সুষ্ঠু ও পরিবেশ বান্ধব পরিবেশে ভোট দান করতে পারে তা নিশ্চিত করতে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে র্যাব-৮,বরিশাল।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসাবে নির্বাচন বিরোধী অপপ্রচারণা প্রতিরোধ, নাশকতামূলক কর্মকান্ডে জরিত ব্যক্তিদের গ্রেফতার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি স্থাপন, সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী কার্যক্রমসহ সার্বক্ষনিক র্যাবের ৫৪টি টহল দল দিবা-রাত্রি টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। র্যাব-৮, বরিশাল, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে রিটার্নিং অফিসারদের সাথে সমন্বয়পূর্বক অন্যান্য সংস্থার সাথে কাজ করে যাচ্ছে।
নির্বাচনের পরবর্তী সময়েও বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৮, বরিশাল এর সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।