নীলফামারী জেলা ডিবি পুলিশ কর্তৃক ৩০ বোতল ফেন্সিডিলহ ০১ জন গ্রেফতার
নীলফামারী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নীলফামারী জনাব মোঃ ইজার উদ্দিন এর নেতৃত্বে
জিডি নং-২০, তাং-০২/০১/২০২৪ খ্রিঃ মূলে জলঢাকা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে রাত্রী ২২.০৫ ঘটিকায় জলঢাকা থানাধীন গোলমুন্ডা ইউনিয়নের বনগ্রাম গ্রামস্থ কাঁকড়া চৌপতি বাজার হতে সোনাখুলি বাজারের মাঝখানে
নালা ব্রীজের উপর হতে ধৃত আসামী ১। মোঃ মাসিব্বিদুল ইসলাম ওরফে পরাগ এর ডান হাতে থাকা পুরাতন সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতরে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩০ (ত্রিশ) বোতল কোডিন মিশ্রিত তরল ফেন্সিডিল, ওজন ৩০০০ মি,লি মূল্য ৫৪,০০০/-(চূয়ান্ন হাজার) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় অপর আসামী ২। মোঃ আব্দুর রহমান ওরফে রহিম (২৭), পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, সাং-কাকিনা চাপানি (সৈয়দ আলী পাড়া), থানা-ডিমলা, জেলা-নীলফামারী পালিয়ে যায় আসামীদয়ের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং- ০২ তারিখ ০৩/০১/২০২৪, ধারা :- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৪(খ) ৪১ রুজু করা হয়েছে।
Post Views: 291