বগুড়া-১ স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগে ৬ আটক
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।
বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগে গতকাল রাতে আওয়ামী লীগ নেতাসহ ছয়জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিনহাদুজ্জামান লিটন (৫৩), বগুড়ার সোনাতলা উপজেলার মোঃ লিমন (৩২), মোঃ রায়হান (২৮), মোঃ রানা (২৬), মোঃ রাজন (৩৫) ও নিপুন (২৮)।
লিটন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বগুড়া-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নানের ছোট ভাই, আমাদের বগুড়া প্রতিনিধি।
গতকাল রাত ১২টার পর সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ভিকটিমের স্ত্রী সোনাতলা উপজেলা চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে সাতজনকে আসামি করে মামলা করেছেন।
তিনি আরও বলেন, গতকাল পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং আজ র্যাব আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আটকদের আজ সকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান সোনাতলা ওসি।
র্যাবের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজওয়ানুল হক রেজভী ৩১ ডিসেম্বর ২০২৩ নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে আ.লীগ প্রার্থী সাহাদারা মান্নানের সমর্থকরা। উপজেলার চারমাথা মোড়ে তার পথ বন্ধ করে লাঞ্ছিত করে।”
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে