নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকা হতে ধ*র্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী “মোঃ মিঠু”কে র্যাব-১১ কর্তৃক গ্রেফতার।
র্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণ-মানুষের নিরাপত্তা বিধান ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে এ বাহিনী মাদক, অস্ত্র, জঙ্গিসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে ইতোমধ্যে জনমনে সুদৃঢ় অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। অপরাধ দমনে র্যাব শুধু আভিযানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি। ইতোপূর্বে যে সকল জঙ্গি ও জলদস্যুরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে র্যাব এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ২৮ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন গাবতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ মিঠু (৩০)’কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, গত ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখ ভিকটিম দুপুরের খাবার খাওয়ার জন্য অনুমান ১৩১৫ ঘটিকার সময় তার কর্মস্থল আর এন গার্মেন্টস হতে বাসায় যাওয়ার পথিমধ্যে ০১ নং আসামি মোঃ মিঠু (৩০) সহ অন্যান্য আসামীরা ভিকটিমকে কথা আছে বলে কৌশলে অনুমান ১৩৩০ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন লালপুরস্থ মহসিন মিয়ার জেএম প্যাকেজিং কার্টুন কারখানার ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে আসামী কার্টুন ফ্যাকটরীর একটি রুমে নিয়ে যেয়ে রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে ভিকটিমকে ভয়-র্ভীতি দেখিয়ে তার ইচ্ছা বিরুদ্ধে জোরপূর্বক ধ*র্ষণ করে।
পরবর্তীতে ভিকটিমের ভাষ্যমতে গ্রেফতারকৃত আসামীর দ্বারা ধ*র্ষণের শিকার হলে ভিকটিম নিজেই বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি ধ*র্ষণ মামলা দায়ের করেন যার মামলা নং-৪১(১২)২৩, ধারা- ৯(১)/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধণী) ২০২০। অতঃপর র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ মিঠু (৩০), পিতা-মৃত রুহুল আমিন, মাতা-মোছাঃ পারুল বেগম, সাং-গাবতলী (টাগারপাড়), থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ মিঠু (৩০)’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।