রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকা হতে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যমানের ৭,৮৩০ পিস ইয়াবা সহকারে ০১ জন রোহিঙ্গাসহ মোট ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
র্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণ-মানুষের নিরাপত্তা বিধান ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে এ বাহিনী মাদক, অস্ত্র, জঙ্গিসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে ইতোমধ্যে জনমনে সুদৃঢ় অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। অপরাধ দমনে র্যাব শুধু আভিযানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি। ইতোপূর্বে যে সকল জঙ্গি ও জলদস্যুরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে র্যাব।
পাশাপাশি আগামী ০৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে অবৈধ অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে নিয়মিত অভিযানের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাব-ব্যাটেলিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক মাঝরাত ০২.০০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৩,৪৯,০০০/- (তেইশ লক্ষ উনপঞ্চাশ হাজার) টাকা মূল্য মানের ৭,৮৩০ (সাত হাজার আটশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহকারে ০১ জন রোহিঙ্গা সহ মোট ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রফিকুল ইসলাম প্রঃ রিজভী চৌধুরী (২০), পিতা- মাহমুদুল হক, সাং- ধোয়াপালং ০৬ নং ওয়ার্ড, থানা- রামু, জেলা- কক্সবাজার, ২। আবুল আলম (রোহিঙ্গা) (৩৭), পিতা- মৃত বশির আহম্মেদ, সাং-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প-০১, ব্লক-ই/৩, ০৫ নং পালংখালী ইউপি, থানা- উঁখিয়া, জেলা- কক্সবাজার বলে জানা যায়।