বিভক্ত কুষ্টিয়ার মিরপুর উপজেলা আ.লীগ নৌকা ও ট্রাকের সমর্থনে পৃথক সংবাদ সম্মেলন
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় রেখে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা প্রতীকের প্রার্থীর পক্ষে পৃথক পৃথক সংসদ নির্বাচনকে সামনে ) আসনের নৌকা ও ট্রাক অবস্থান নিয়েছেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের বিভক্ত নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন করে বিভক্ত আওয়ামীলীগ নেতারা তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজারে নৌকা প্রতীকের পক্ষে এবং দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ট্রাক প্রতীকের পক্ষ নিয়ে পৃথক সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানান দেন তারা।
নৌকা প্রতীকের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু’র পক্ষে অবস্থান নিয়ে বিভক্ত মিরপুর উপজেলা আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে বলেন, ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনটি
মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেবেন বলে শপথ নিয়েছেন তারা। নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের একাংশের নেতারা আরো বলেন- আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্রে একযোগে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ভার্চুয়াল মিটিংয়েও একই নির্দেশনা দিয়েছেন।
ইতোমধ্যে আমরা বিভিন্ন জায়গায় ছিলাম। কিন্তু এখন আমরা এক জায়গায় হয়েছি এবং মহাজোটের প্রার্থীকে
(নৌকা প্রতীক) বিজয়ী করতে একমত পোষণ করেছি। আমরা সবাই নৌকার পক্ষে কাজ করবো। নৌকার জয় হবেই হবে ইনশাআল্লাহ। অনেকেই আমাদের ভয়ভীতি দেখাচ্ছিলেন। তবে এখন আর কোনো ভয় নেই।
কিছু কিছু নেতা ভয় দেখাচ্ছেন, নৌকার বিরোধিতা করছেন। তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে টাকা-পয়সার মালিক হয়েছেন। ইনু সাহেব কেন্দ্রীয় নেতা, যোগ্য নেতা।
তিনি এই নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা সবাই নৌকার প্রার্থীর পক্ষে কাজ করবো। সবাই নৌকায় ভোট দেব। নৌকার জয় হবেই হবে।
নৌকার পক্ষে কাজ করা আমাদের ঈমানি দায়িত্ব ও কর্তব্য। মিরপুর ও ভেড়ামারা উপজেলার উন্নয়ন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে নৌকার প্রার্থী হাসানুল হক ইনু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দেওয়া হবে। এ সময় বক্তারা ভোটকেন্দ্রে গিয়ে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
মহাজোটের প্রার্থী ইনু’র সমর্থনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এনামুল হক, মিরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মল্লিক, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আলী জোয়ার্দার, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার আলী, রুহুল আলম, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, পোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন প্রমুখ।
অন্যদিকে, কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোট প্রার্থী ও জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনুকে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে বিভক্ত মিরপুর উপজেলা আওয়ামী লীগের অপর অংশের নেতারা। তাঁরা ইনুর বদলে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনকে (ট্রাক প্রতীক) সমর্থন দেওয়ার ঘোষণা দেন।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ আসন। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন মির- পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। গত ১৫ বছর ধরে এই আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে হাসানুল হক ইনু ছিলেন। তবে আসন্ন নির্বাচনে কামারুল আরেফিন ব্যাপক সাড়া পাচ্ছেন। দলের সবাইকে নিয়ে কামারুলকে বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছেন তারা।
সংবাদ সম্মেলনে মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাশেম জোয়াদ্দার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হালিম, ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য এবং পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।