রামদা’ নিয়ে পুলিশের অভিযান চালানোর অভিযোগ উঠেছে
রাজশাহীর কাটাখালীতে জামায়াত নেতার বাড়িতে ‘রামদা’ নিয়ে পুলিশের অভিযান চালানোর অভিযোগ উঠেছে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান। পুলিশ জামায়াতের একজনের বাড়িতে অভিযানের কথা স্বীকার করলেও হাতে থাকা অস্ত্রটি ‘রামদা’ নয় বলে দাবি করে।
রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী যখন রামদা, কিরিচ হাতে অভিযানের নামে সন্ত্রাসীর ভূমিকায়! তখন বিচার চাইব কার কাছে? আজ ২০.১২.২৩ ইং তারিখে রাত ৯টা ৫৪ মিনিটে রাজশাহীর কাটাখালী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র অধ্যাপক মাজিদুর রহমানের বাসায় কাটাখালী থানার ওসি তৌহিদের নেতৃত্বে দেশি অস্ত্র হাতে সশস্ত্র অভিযান। অভিযানে এসআই আজাহারসহ অস্ত্র হাতে কয়েকজনকে দেখা গিয়েছে।’
ওসি তৌহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ওই জামায়াত নেতার নামে ২৭-২৮টি মামলা আছে। তাঁরা গতকাল সকালেও গ্রামের ভেতরে একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করেন। না পেরে কাচ ভাঙচুর করেছেন। তাঁদের নামে মামলা করেই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, নাশকতার মামলার ওই আসামিদের বিরুদ্ধে অনবরত অভিযান চলতেই থাকবে।