সিরাজগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ আটক ৩, পিকআপ জব্দ
ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) সিরাজগঞ্জ, সমগ্র সিরাজগঞ্জ জেলা ব্যপী কাজ করে থাকে। জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা যেমন- খুন, ডাকাতি, ছিনতাই, সংঘবদ্ধ চক্র সহ বিভিন্ন ধরনের রহস্যজনক ঘটনা নিয়ে কাজ করে থাকে। এছাড়া অগ্রীম গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অবৈধ অন্ত্র, গোলাবারুদ, মাদক, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপদের বিরুদ্ধে অভিযান পরিচালানা করে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন, লালমনিরহাট জেলার পূর্ব দিঘলটারি গ্রামের হাসান আলীর ছেলে আব্দুল ছালেক (২৬), একই গ্রামের আকতার আলীর ছেলে আলতাব হোসেন (২৯) ও একই জেলার সতিরপাড় গ্রামের অনন্ত কুমারের ছেলে শ্রী রতন কুমার রায় (৩২)।
ডিবির ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোন এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ এই ৩ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় পিকআপটি জব্দ করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের ও আলামতসহ তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন,,,,,,,,,,,,,,,,,