জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার কর্মরত এসআই সনজীব ঘোষ ১১/১২/২০২৩ খ্রিঃ তারিখ সংগীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মিরপুর থানাধীন সদরপুর ইউনিয়নের কাতলামারী সাকিনস্থ ঈদগাহ এর মোড়ে জনৈক কামরুল ইসলাম এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৩৫ (পঁয়ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ আসামী ১।
মোঃ চন্দন আলী (৩২), পিতা-মোঃ এনামুল হক, মাতা-মোছাঃ নাজীরা খাতুন, ২।
মোঃ অমিত হাসান (২৬), পিতা-মোঃ মার্জেল মন্ডল, মাতা-মোছঃ মাবিয়া খাতুন, উভয় সাং-খলিষাকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে ধৃত করেন।
পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।
একজন পুলিশ বাহিনী সে যেখানেই থাকুক না কেন, মানুষ যদি কোন বিপদে পড়ে তাহলে তারা সেখানে উপস্থিত হয়ে যায়। সব পুলিশদের পোশাক থাকে একরকম যাতে বুঝা যায় তারা পুলিশ বাহিনীর সেনা। আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে যারা পুলিশকে ভয় পায়। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই যদি কোন অপরাধ দেখেন তাহলে পুলিশকে খবর দেন।