খুলনা মেট্রোপলিটন পুলিশের কেএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫
একজন পুলিশ বাহিনী সে যেখানেই থাকুক না কেন, মানুষ যদি কোন বিপদে পড়ে তাহলে তারা সেখানে উপস্থিত হয়ে যায়। সব পুলিশদের পোশাক থাকে একরকম যাতে বুঝা যায় তারা পুলিশ বাহিনীর সেনা। আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে যারা পুলিশকে ভয় পায়। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই যদি কোন অপরাধ দেখেন তাহলে পুলিশকে খবর দেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১২০টি ইয়াবা বড়ি, ১০০ গ্রাম গাঁজা, ১১ হাজার টাকাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন খুলনা থানা এলকার মো. ইমরান হোসেন (২৭) ও ফাহিমা বেগম (২৫), লবণচরা থানা এলাকার মো. মাসুদ রানা (২২) ও মো. লিয়ন (২২) এবং সাতক্ষীরার আশাশুনি থানা এলাকার মো. রানা সরদার (৩৮)।
তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।