ঈদগাঁওতে শীতকালে সবজি চাষে ব্যস্তমুখর নারী-পুরুষ
শীতে সবজি চাষাবাদে ব্যস্তমুখর ঈদগাঁওর নারী-পুরুষ। আমন ধান কাটা শেষ হতে না হতেই সবজি চাষাবাদে নেমে পড়েন তারা।
ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাড়া মহল্লার বিলে বা ফসলী জমিতে নানা রকম ক্ষেতখামারে ব্যস্তসময় পার করেন কৃষক-কৃষানীরা। কেউ মাটি সমান করে সবজি চাষাবাদের উপযোগী করছে,কেউ আগাছা পরিষ্কার করছেন,কেউ কীটনাশক দিচ্ছেন। অন্যকেউ হরেক রকম পরিচর্যা করে সুন্দর পরিবেশে বেড়ে তুলছে শাক-সবজির চারা।
অনেকে তাদের ফসলের জমিতে আলুসহ হরেক রকমের শাক-সবজি রোপন করতে শুরু করেছে।
মাইজ পাড়ার হাবিব উল্লাহ জানান, মাত্র আধকানি জমিতে সবজি চাষবাদ করছি। মরিচ,আলুসহ নানা জাতের শাক সবজি রোপন করলাম দুয়েকদিন হচ্ছে। মেহের ঘোনার চেনুয়ারা জানান, অল্পসংখ্যক জমি তে শীতকালীন সবজি চাষ করি এই বছর।
সরেজমিনে দেখা যায়, শীতকালীন সবজির মাঠ এখন সবুজের সমারোহ বিরাজ করছে । ক্ষেতে সবজি সুন্দর ভাবে তোলতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় নারী-পুরুষদের । রবিবার বিকেলে ঈদগাঁওর ঝাইক্ক্যাকাটা বড় বিলে সবজি চাষাবাদে নরনারীর এমন দৃশ্য চোখে পড়ে।