লালন, রবীন্দ্রনাথ ও নজরুল হারিয়ে গেছে
আমাদের পাঠশালা থেকে লালন, রবীন্দ্রনাথ ও নজরুল হারিয়ে গেছে
আমাদের পাঠশালা থেকে লালন, রবীন্দ্রনাথ ও নজরুল হারিয়ে গেছে। মোবাইলের স্বীকৃতিতে শিশু মনে জায়গা পেয়েছে পরীমনি, মমতাজ ও হিরো আলম।
স্কুলে ব্যাঙ নাচ, খিচুড়ি রান্না আর বিছানা গোছানোর উৎসবে পারিবারিক শিক্ষা প্রশ্নবিদ্ধ। কিশোর গ্যাং যখন সমিহ পায়, একাধিকবার ফেল করা বা টেনেটুনে উপরের ক্লাসে যাওয়া শিক্ষার্থীরা যখন দেশ চালায়, তখন বিদ্যালয় মেধা বিকাশ কার্যত গতি হারায়।
সব কিছু নষ্টদের দখলে গেছে, অকল্যাণ রাষ্ট্রে বখাটেদের খপ্পড়ে পড়ে আমাদের সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ বেহাত হয়ে গেছে ,,,
লেখক আবু বক্কর সিদ্দিক প্রকাশ ও সম্পাদক দৈনিক সময়ের কাগজ