ট্রেন দেখতে ঈদগাঁওর রেলপথে নর-নারীদের ভীড়
ককক্সবাজার এক্সপ্রেস” ট্রেন দেখতে ঈদগাঁওর রেলপথে নর-নারীদের ভীড়
কক্সবাজার দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে ‘কক্সবাজার এক্সপ্রেস’টি।
ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক যাত্র শুরু করলো ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের ট্রেনটি। ১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে পর্যটন শহর থেকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে যায়।
ঢাকা-কক্সবাজার সড়কে ট্রেন চলাচল শুরু হওয়ায় পর্যটকসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা কমতি নেই। যার ফলে কক্সবাজারে পর্যটন শিল্পের জন্য তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।
দেখা যায়, শুক্রবার দুপুরের দিকে হুইসেল বাজিয়ে স্বপ্নের ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাওয়ার সময় ঈদগাঁও উপজেলার রেল লাইন পয়েন্টে নারী পুরুষের ভীড় যেন লক্ষনীয়। এসময় ট্রেনের যাত্রীরা রেলপথে অবস্থানরত নরনারীদের কে হাত নেড়ে অভিবাদন জানায়।
ইসলামপুর থেকে ঈদগাঁওর কালিরছড়া পর্যন্ত নির্মিত রেললাইনের বিভিন্ন স্পটে স্পটে লোকজনের ভীড়। বিজয় মাসের প্রথম দিনে কখন আসছে ট্রেন, এমন প্রশ্নে ঘোরপাক খাচ্ছিল দেখতে আসা লোকজনের মাঝে। একদিকে চার লাইনের মহাসড়ক, অন্যদিকে রেললাইন। দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকারের উন্নয়নের মহা কর্মযজ্ঞ।
বিকেল লোকজন উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে আত্বীয় স্বজনসহ পরিবার পরিজনকে সাথে নিয়েই ছুটে আসছেন রেললাইন দেখতে। এখন সেটি ভ্রমন পিপাসুদের দর্শনীয় স্থানে পরিণত হয়ে পড়েছে। এটি মিনি বিনোদন কেন্দ্রে রুপলাভ করছে।
স্থানীয়রা জানান, দলবেঁধে লোকজন আসছে রেলের সৌন্দর্য্য উপভোগ করতে। এটি একটি অস্থায়ী মিনি পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে পড়েছে। বৈকালিক সময়ে রেললাইনে লোকে লোকারন্য হয়ে পড়ে।
ট্রেন দেখতে আসা কজনের সাথে কথা হলে তারা জানান, স্বপ্নের ট্রেনে ছড়তে না পারলেও দেখে সত্যি মন ভরে গেল। এটি বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হলো।