৮ম শ্রেনীর শিক্ষার্থী অপহরনকারী আসামী গ্রেফতার
৮ম শ্রেনীর শিক্ষার্থী অপহরনকারী আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক, স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এবং সিনিয়র এএসপি সঞ্জয় কুমার এর নেতৃত্বে ২৯ নভেম্বর ২০২৩ ইং তারিখ ০২৪৫ ঘটিকায় নাটোর জেলা সদর থানাধীন উত্তর বড়গাছা এলাকা হতে ভিকটিম মার্জিয়া সুলতানা লিজা (১৪), পিতা-সাইদুল ইসলাম, সাং-পাহাড়পুর, থানা- বদলগাছী, নওগা কে উদ্ধার ও অপহরনকারী এজাহার নামীয় ১ নং আসামী মোঃ শফিকুল ইসলাম মুরাদ (২২), পিতা-মোঃ শামীম হোসেন, সাং-কসবা, থানা-বদলগাছি, জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয়।
নওগাঁ জেলার বদলগাছি থানার মামলা সূত্রে জানা যায়, ভিকটিম মার্জিয়া সুলতানা লিজা একজন ৮ম শ্রেনীর শিক্ষার্থী। গত ২২ নভেম্বর ২০২৩ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় স্কুলে যাওয়ার পথে ভিকটিমকে অপহরণ করে আসামী। পররর্তীতে ভিকটিম এর ভাই বাদী হয়ে ২৪ নভেম্বর ২০২৩ তারিখে বদলগাছী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১।শফিকুল ইসলাম মুরাদ ২। শামীম হোসেন ৩। শিরিন আক্তার ৪। নাবিল হোসেনদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে।
গোয়েন্দা তৎপরতার মাধ্যমে র্যাব-৫, সিপিসি-২ এবং সিপিসি-৩ এর যৌথ অভিযানিক দল ২৯ নভেম্বর ২০২৩ তারিখ রাত্র অনুমান ০২ঃ৪৫ ঘটিকায় নাটোর সদর থানাধীন উত্তর বড়গাছা এলাকা হইতে এজাহারনামীয় ১ নং আসামী মোঃ শফিকুল ইসলাম মুরাদ কে গ্রেফতার এবং ভিকটিম লিজাকে উদ্ধার করা হয়