কুষ্টিয়ায় ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন বিশ্ববিদ্যালয় ছাত্র
কুষ্টিয়ায় ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইমন।
বুধবার সকাল ৯টার সময় কুষ্টিয়া ত্রিমোহনী বাইপাস সড়কে অবৈধ ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ইমন নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছে।
ইমন (২৩) কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দীঘলকান্দি গ্রামের মানিক মন্ডলের ছেলে। সে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
ইমনের পরিবার সূত্রে জানা যায়, সে বাড়ি থেকে সকাল ৮ টার সময় কুষ্টিয়া বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরিক্ষা দিতে যাচ্ছিলেন। পথে মধ্যে কুষ্টিয়া ত্রিমোহনী বাইপাস সড়কে পৌঁছালে অবৈধ ট্রলি চাপা দেয়।
পরবর্তীতে স্থানীয়রা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা সড়ক দুর্ঘটনায় ইমনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দেওয়া হয়েছে। জিডি বলে তার লাশ হস্তান্তর করা হয়েছে।