ডেস্ক রিপোর্ট
জনপ্রিয় অনলাইন গণমাধ্যম পত্রিকা দৈনিক সোনালী সময় যুক্তরাজ্য লন্ডন থেকে পরিচালিত পত্রিকা ৪ বছর পেরিয়ে ৫ বছরে পদার্পণ করলো। ২০২০ সালের ফেব্রুয়ারী মাসের ১৪ তারিখে সোহেল সরকার সম্পাদিতে প্রতিষ্ঠা করা হয় দৈনিক সোনালী সময় পত্রিকা।
বাংলাদেশের লাখ লাখ মানুষের একমাত্র মুখ অনলাইন পত্রিকা সোনালী সময়। শুরু থেকে জনপ্রিয় লাভ না করলেও পরবর্তীতে পাঠকের মন জয় করে ফেলে সোনালী সময়। বাংলাদেশের সব জায়গায় সুনাম রয়েছে এই পত্রিকার। সবার পরিচিত মুখ এটি।
দৈনিক সোনালী সময় এর সম্পাদক সোহেল সরকার, সহ-সম্পাদক শেখ ফরিদ, নির্বাহী সম্পাদক হোসাইন রবিন এবং বার্তা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া। এছাড়াও সোনালী সময় এর বাংলাদেশের সর্বোত্র জেলায় রয়েছে অসংখ্য অভিজ্ঞ সাংবাদিক। তাদের সাহসিকতার হাত ধরে এগিয়ে যাচ্ছে সোনালী সময়। প্রতিনিধিরা সব বিভাগীয়, জেলা, উপজেলা এবং ইউনিয়নের সব খবর সোনালী সময় মাধ্যমে পৌছে দিচ্ছে পাঠকদের কাছে।
সোনালী সময় এর সম্পাদক জনাব সোহেল সরকার বলেন, আজ দৈনিক সোনালী সময় অনলাইন পত্রিকার ৪ বছর পূর্ণ হলো। দেশের সব প্রান্ত মানুষ চিনে। ইনশাআল্লাহ জাতীয় থেকে আন্তর্জাতিক সব খবর প্রকাশ হবে এই পত্রিকা।
এছাড়াও সোনালী সময় পত্রিকার সকল প্রতিনিধি শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সোনালী সময় কে এবং এর সাথে জড়িত সকল সহকর্মীদের
Yıldızlı kazançlar ve bonus turları 🌟 🌟 Kazançlar Tüm Hızıyla Yükseliyor! FreeSpin ile Slot Çarkını Çevir, Şansını Katla! http://www.jadekusadasi.com/
1ILmmby822E
mpuS1JyRds6
D7AD5shAatb